মাগুরায় জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

0

pm-magura20170321155425

দিনবদল ডেক্স: ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সমাবেশস্থলে পৌঁছেছেন। ইতোমধ্যে প্রধান অতিথি হিসেবে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দিচ্ছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৮ বছর পর মাগুরায় যান তিনি। মঙ্গলবার বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে জনসভাস্থল ও এর আশপাশে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় লোকজন এসে অবস্থান নিয়েছে। এখন স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য চলছে।

জনসভার আগে আসাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষণ শোনা ও সরাসরি দেখার জন্য মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের গ্রাম-গঞ্জের হাজার হাজার মানুষের স্রোত মাগুরা শহর যেন আছড়ে পড়েছে। সেই সঙ্গে হাজার হাজার নারী-পুরুষের স্রোত গিয়ে মিশেছে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *