‘মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষ মনে করেন না’: জিএম কাদের

0
DBN Gm Kader

০২ আগস্ট, সোমবার ২০২১
১৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
শেখ সাজ্জাদ সদয়:

সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে শ্রমিকদের ফের পায়ে হেঁটে ও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রাজধানীতে ফিরতে হয়েছে জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শ্রমিকদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে।

আজ সোমবার (২ আগস্ট) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, গত ২১ জুলাই কোরবানির ঈদের আগে গণপরিবহন চলেছে মাত্র ২দিন।

এমন ঘোষণায় স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। শ্রমিকরা চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর পথে ছুটেছেন উল্লেখ করে তিনি বলেন, বিপর্যয় এড়াতে সরকারিভাবে ৩১ জুলাই ও ১ আগস্ট সীমিত পরিসরে গণপরিবহন চালু করে সরকার। গেল বছর এপ্রিল মাসেও লকডাউনের মধ্যে তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মম পরিহাস করা হয়েছে শ্রমিকদের সঙ্গে।

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষ মনে করেন না। গত বছরের লকডাউন থেকে শিক্ষা নেয়নি সংশ্লিষ্টরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *