মঙ্গলবার আ.লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক

0

298dea4e4313a4d0ae6aa7b1b115e94d-575cebb21f58e

দিনবদল ডেক্স: আগামী মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এদিকে গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শনিবার থেকে মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত এই আবেদনপত্র বিতরণ চলবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও গ্রহণ চলবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ২৫ হাজার টাকা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

বিদায়ী নির্বাচন কমিশন গত ৫ ফেব্রুয়ারি এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ আসনের ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।

উল্লেখ্য, গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গত ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে এ আসনটি শূন্য হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *