ভবিষ্যতে চাকরির যোগ্যতা নিরূপণে ডোপ টেস্ট : খন্দকার রাকিবুর রহমান

0

dg20170124232712

দিনবদল নিউজ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেছেন, অদূর ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যোগ্যতা নিরূপণে মেডিকেল টেস্টের পাশাপাশি ডোপ টেস্ট চালু করা হবে। এ বিষয়টি মাথায় রেখে তরুণ শিক্ষার্থীদেরকে মাদক থেকে নিজেকে দূরে থাকতে হবে।

মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার রামপুরা আফতাবনগরস্থ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্সস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক আনিসুল হকের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাট্যশিল্পী শিরীন বকুল এবং প্রমিসেস মেডিকেল লিমিটেডের চেয়ারম্যান সাহেদুল ইসলাম হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সোশ্যাল রিলেশনস বিভাগের অধ্যাপক জনাব বিজয় প্রসাদ বড়ুয়া।

বিশেষ অতিথির বক্তব্যে শিরীন বকুল বলেন, মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের মা-বাবাকে যেমন পর্যাপ্ত সময় দিতে হবে এবং শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম চালু করতে হবে।

প্রমিসেস মেডিকেল লিমিটেডের চেয়ারম্যান সাহেদুল ইসলাম হেলাল তার দুই মাদকাসক্ত সন্তানের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুল হক মাদকাসক্তদের অপরাধীর চোখে না দেখে একজন রোগী হিসেবে দেখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, মাদকাসক্তি একটি নিরাময়যোগ্য রোগ। চিকিৎসায় এ রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব তা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম।

এছাড়াও অনুষ্ঠানে মাদকাসক্তি থেকে সুস্থ জীবনে ফিরে আসা একজন শিক্ষার্থী কিভাবে তার বাবার অনেক অর্থের অপচয় করেছেন সে বিষয়টি তুলে ধরে তিনি তরুণ শিক্ষার্থীদেরকে মাদকের পরিণতি সম্পর্কে সচেতন করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *