‘বৈবাহিক ধর্ষণ নিয়ে নারীদের কথা বলা উচিত’
ভারতে নারী নির্যাতনের কথা শোনা যায় প্রায়শই। পথে, ঘাটে, বাসে এমনকি ঘরেও নিরাপদ নয় ভারতের নারীরা-এমনটাই মনে করেন অনেক। এবার এ নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি এ বিষয়ে নারীদের সরব হওয়ার কথাও বলেছেন।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজের কারণে বিবাহিত নারীরা ঘরে নির্যাতনের ব্যাপারে চুপ থাকেন। শিক্ষিত নারীও চুপ করে থাকেন। কারণ,এ সমাজ বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে মনে করে না।’
হংকংয়ে বেড়ে উঠা এই নায়িকা তার মনে করেন এ ধরনের নির্যাতন নিয়ে ভুক্তভোগী নারীদের সরব হওয়া উচিত।
লিঙ্গবৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন ক্যাটরিনা। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণেই যে দুর্ভোগ বাড়ছে,সে কথাও ওই অনুষ্ঠানে বলেন ক্যাটরিনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া