বিয়ে নিয়ে বর্ণিল উৎ​সব

0

642296122e8d1c2c491aeb3bbf85efe6-Untitled-4
বিয়ের বাজার দেশেই—সানসিল্ক–নকশা বিয়ে উৎ​সব দারুণভাবেই প্রমাণ করে দিল এই বার্তার সারকথা। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০ ও ২১ জানুয়ারি বিয়ের সব অনুষঙ্গ নিয়ে অনুষ্ঠিত এই উৎ​সবে দেশের সেরা ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো দে​খিয়েছে যে বিয়ের সব কেনাকাটা ও আয়োজন দেশেই করা সম্ভব।

উৎ​সব শেষ হয় বিয়ের নাচ, ফ্যাশন শো এবং বিয়ের খাবার দিয়ে। দেশীয় পোশাক, অনুষঙ্গ ও সাজে ফ্যাশন শো মাতিয়েছেন তারকা এবং মডেলরা। ছিল রূপবিশেষজ্ঞদের সিগনেচার সাজের কিউও। 

দুই দিনের মে​লায় দর্শকেরা বিয়ের নানা পণ্য ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি বিয়ের সাজ–পোশাক, ছবি তোলার নানা টিপস পেয়েছেন। এটি ছিল বিয়ে উৎ​সবের তৃতীয় আয়োজন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *