বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন বলিউড অভিনেত্রী লিসা হেইডেন
বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন বলিউড অভিনেত্রী লিসা হেইডেন। তবে বিষয়টা গোপন রেখেছিলেন লিসা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি।
জানা গেছে, ওই ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকা। তবে তা গোপন রেখেছিলেন হাউসফুল-থ্রি অভিনেত্রী।
লোক জানাজানি হবে সেই ভয়ে গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে তাড়াহুড়ো করে বিয়ে করেন লিসা।
বৃহস্পতিবার লিসা নিজেই বিকিনি পরে বেবি বাম্পের ছবি শেয়ার করে তার মা হওয়ার খবরটি ভক্তদের জানান।
লিসা হেইডেন কিছুদিন আগে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের সঙ্গে জিকিউ ম্যাগাজিনের প্রচ্ছদে আবেদনময়ীরূপে হাজির হয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার মা হওয়ার খবর দিয়ে সবাইকে অবাক করে দিলেন তিনি।