বিশ বছর পর জাতীয় ক্রীড়া সম্মেলন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

0

Krira-sommelon20170115215807

দিনবদল ডেক্স: দীর্ঘ ২০ বছর পর আবার জাতীয় ক্রীড়া সম্মেলন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এপ্রিলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এ ক্রীড়া সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার বিকেএসপিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

এ সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মো. কাজী আখতার উদ্দিন আহমেদ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তা।

জাতীয় ক্রীড়া সম্মেলনে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৬ সালে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তখন ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তার সময়েই দেশের সকল পর্যায়ের ক্রীড়াবিদ, সংগঠক, ক্রীড়া ফেডারেশন, মিডিয়াকে নিয়ে বিকেএসপিতে আয়োজন হয়েছিল জাতীয় ক্রীড়া সম্মেলন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *