বিশ্ব ইজতেমা ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে: রাষ্ট্রপতি

0

1484227179

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’

বিশ্ব ইজতেমা ২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। বিশ্ব ইজতেমা-২০১৭ উপলক্ষে ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের তিনি স্বাগত জানান।

বানীতে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ প্রতিবছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’ এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানান। বিশ্ব ইজতেমা-২০১৭ ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখিরাতের কল্যাণে সঠিক পথে চলার তৌফিক দান করুক, তিনি এ প্রার্থনা করেন। -বাসস।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *