বিশ্বব্যাংক কি বলে দেখি : কাদের

0

Obaidul-Kader20170211135752

দিন বদল ডেক্স: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কানাডার আদালতে প্রমাণ হয়েছে। আমরা তাকিয়ে আছি অত:পর বিশ্ব ব্যাংক কি বলবে? তাদের কি বলার আছে জানতে চাই। বিশ্বব্যাংক কি বলে দেখি। তাদের জবাবের অপেক্ষায় আছি।

সোমবার বিকেলে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘কৃষিবিদ দিবসে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু আজ আমাদের সক্ষমতা, বাঙ্গালির সম্মান। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছিলেন বিশ্ব ব্যাংককে। আমরা বলেছিলাম নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করবো। বাঙ্গালি জাতি বীরের জাতি, চোরের জাতি নয়- কানাডার আদালতের রায় সেটাই প্রমাণিত হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ইনস্টিটিউটের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

সেতুমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ দিয়েছে বিশ্বব্যাংক। কত অপমান, কত অসম্মান। হতাশায় নিমজ্জিত হয়েছিলাম। অনেকে টিটকেরি করেছে, বিদ্রুপ করেছে আবার কিছু কিছু পত্রিকায় সমালোচনাও করেছে বাদ যায়নি টিভিতে সুশীলদের কথাও। আজ প্রমাণিত হয়েছে সেই পদ্মা সেতু সচ্ছতার মধ্য শুরু হয়েছিল। আর ২০১৮ সালের শেষের দিকে একই রকম সচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের কমপক্ষে ২৫টি সূচকে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের উপরে। বাংলাদেশ আজ পাকিস্তানের চেয়ে অনেক উপরে। পদ্মার আকাশে কালো মেঘ কেটে গেছে। সমালোচনার তীর তাকে লক্ষচ্যুত করতে পারে নি। পদ্মাসেতুর অগ্রগতি এখন ৪০ ভাগ। বাসস

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *