বিমানের নতুন পরিচালনা পর্ষদ

0

233309kalerkantho.com-13-01-17-26_

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত বুধবার জারীকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ১৩ সদস্যের বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিচালক হিসেবে রয়েছেন সিনিয়র সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. নজরুল ইসলাম খান, সাবেক সচিব; সহকারী বিমানবাহিনী প্রধান (অপারেশন অ্যান্ড ট্রেনিং); ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ সেনাবাহিনী; চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; তাপস কুমার রায়, সাবেক অতিরিক্ত সচিব; মো. সিদ্দিকুর রহমান, সভাপতি, বিজিএমইএ; ব্যারিস্টার তানজিবুল আলম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; নুর ই খোদা আব্দুল মবিন, ব্যবস্থাপনা পরিচালক, ইমার্জি রিসোর্সেস; এমডি ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী এ বোর্ড পুনর্গঠিত হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *