বিমানবন্দরে পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী বিস্ফোরণ : নিহত ১
দিনবদল ডেক্স: রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিউ এয়ারপোর্ট পুলিশ বক্সের পাশে পেট্রোল ইন্সপেক্টরের কার্যালয়ের কাছে এ বিস্ফোরণে একজন নিহত হন। নিহত ব্যক্তি হামলাকারী বলে পুলিশ ধারণা করছে।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।