বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

0

শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছে। কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস‌্যরা।

কার্যালয়ের ডান দিকে জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের কয়েকটি গাড়ি রাখা রয়েছে।

কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন অফিস কর্মী ছাড়া আর কেউই নেই।

সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের সামনে থেকে তিন কর্মীকে পুলিশ আটক করেছে বিএনপির দপ্তরে কর্মরত কর্মীরা জানিয়েছেন।

নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের পাশে দিয়ে পথচারীদেরও যেতে দিচ্ছে না পুলিশ।

সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দেওয়া হলেও শনিবার সকাল পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দুপুরের আগেই কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে দপ্তর থেকে জানানো হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেসে পালন করে বিএনপি।

এবছর দিনটিতে সারাদেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের পরিকল্পনা করে বিএনপি।

সোহরাওয়ার্দী উদ‌্যানে অনুমতি না দেওয়া হলে নয়া পল্টনে সমাবেশ করতেও বিএনপির আপত্তি নেই বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগেই জানান।

অনুমতি না দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

৫ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিলে পুলিশ ও সরকার সমর্থকদের বাধা মুখে পড়তে হয় দলটির নেতা-কর্মীদের।

২০১৫ সালে ৫ জানুয়ারি সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধ ডেকেছিল বিএনপি; তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

ফখরুল তাদের এবারের কর্মসূচি শান্তিপূর্ণ বললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি আবারও পরিস্থিতি সহিংস করার পাঁয়তারা চালাচ্ছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *