বাসে চড়লেন জনপ্রশাসন মন্ত্রী

0

92b0d531f947cef4a76fc4e4054ed387-58f5f9c569c3e

দিনবদল ডেক্স: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বাসে বসে থাকার একটি ছবি ফেসবুকে এখন ভাইরাল। তাকে এ অবস্থায় দেখে কেউ ভেবেছেন হয়তো সিটিং বাসের পরিস্থিতি দেখতে উঠেছেন। কেউ ছবি শেয়ার দিয়ে ধারণা করেছেন, বাসে চড়ে সচিবালয়ে গেছেন তিনি। এটি দেখে আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে, মন্ত্রী বাসে চড়ে কোথায় যান?

অনেকদিন গণমাধ্যমে অনুপস্থিত আশরাফের এই ছবিকে ঘিরে শেয়ার আর লাইকের কমতি নেই যেন! সবাই বিভিন্ন অনুমান করলেও জানা গেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১টার দিকে মতিঝিলে জনপ্রশাসনের বাস উদ্বোধন করেছেন তিনি এবং সেই বাসে চড়েই বাসায় গেছেন।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ আলী শাহীন জানান, কল্যাণ বোর্ডের ৩০টি বাস উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী। তখন তিনি বলেন, ‘অনেকদিন দেশে বাসে চড়ি না, আমারে বাসে আগায়ে দেন।’ ওই বাস তাকে বেইলি রোডের বাসায় পৌঁছে দিয়েছে। এ সময় জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানও ওই বাসে ছিলেন বলে জানা যায়।

সম্প্রতি লন্ডনে মেট্রোতে সৈয়দ আশরাফের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল। ওই প্রসঙ্গে সোমবার (১৭ এপ্রিল) তিনি বলেন, ‘লন্ডনেও ঢাকার মতোই যানজট। তাই সেখানে যাতায়াতের জন্য মেট্রোই ভালো।’

ab469003f899a3d5dddb10da7b72c349-58f602904f4f1

বাসে সাধারণ যাত্রীদের মাঝে সৈয়দ আশরাফুল ইসলামসৈয়দ আশরাফ দেশে এর আগেও বাসে চড়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন ২০১৫ সালের ১ আগস্ট জাতীয় শোকের মাসের কর্মসূচি উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে ফুল দিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাসেই গিয়েছিলেন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *