‘বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক’
দিনবদল ডেক্স: বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেছেন, বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তাঁরই নির্দেশে আমি বাবার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করে যাব।
আজ রবিবার রাজধানীর জিগাতলায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সৌমেন বলেন, রাজনৈতিক বা পারিবারিক হোক আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।