বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার

0

new-pio-kamrun-nahar_269748

দিনবদল ডেক্স: দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন বেগম কামরুন নাহার।

বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা রোববার তথ্য অধিদফতরের নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এর আগে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন কামরুন নাহার।

গত ৩১ বছর ধরে সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন কামরুন নাহার। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবন শেষ করায় তথ্য অধিদফতরের সদ্য সাবেক তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা ও বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় বলেও তথ্য বিবরণীতে বলা হয়েছে।
– See more at: http://bangla.samakal.net/2017/02/12/269748#sthash.ooR19zOz.dpuf

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *