বর্ণাঢ্য আয়োজনে আইপিইউ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

59867_pm

দিনবদল ডেক্স: বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সন্ধ্যায় এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলনের আয়োজক করেছে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানবতা আজ নতুন চ্যালেঞ্জের মুখে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। শান্তি আজ সত্যিকার অর্থেই বাধাগ্রস্ত। সন্ত্রাস আজ আলাদা কোন দেশের সমস্যা নয়, এটা একটি বৈশ্বিক সমস্যা। এর বিরুদ্ধে আমাদের এক সঙ্গে লড়াই করতে হবে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘রিড্রেসিং ইন ইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল’। নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থী রোববার সম্মেলনের প্রতিপাদ্যের ওপর কী নোট পেপার উপস্থাপন করবেন।

উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইপিউর সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং উপস্থিত ছিলেন। সম্মেলনে শতাধিক দেশের সহস্রাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

রোববার থেকে সম্মেলনের বাকি অধিবেশনগুলো হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কন্দ্রে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *