বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন: নাসিম

0

5530c3ba2a35b1dc4e7cd444bb75e654-5877821da0bb5

দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থাসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা গবেষণার মান বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতের অর্জনকে এগিয়ে নিতে চিকিৎসা গবেষণা খাতের প্রতি আরও মনোযোগ দিতে হবে। চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতা বাড়াতে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও এই বিশ্ববিদ্যালয়কে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

প্রতিনিধিদল মন্ত্রীকে জানান, উচ্চশিক্ষার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন হাসপাতালগুলোর মধ্যে বিশ্বসেরার তালিকায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) স্থান পেয়েছে। স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত জরিপে এই নাম উঠে এসেছে। চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান হিসাবে এশিয়ার মধ্যে পঞ্চমস্থানে উন্নীত হওয়ায় বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশকে গৌরবান্বিত করেছে বলে মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

বর্তমান সরকারের এই মেয়াদে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন প্রশংসিত হচ্ছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাফল্যও অনেক দেশের কাছে উদাহরণ। বিএসএমএমইউকে ‘সেন্টার অব একসিলেন্স’ হিসাবে ইতোমধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে।” এসময় এই প্রতিষ্ঠানে গবেষণা ও স্বাস্থ্য ব্যবস্থাপনার মান বাড়ানোর লক্ষ্যে সরকারের সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএসএমএমইউ এর প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএসএমএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন কোষাধক্ষ্য অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *