বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদিউজ্জামান আর নেই

0

083536Hadiuzzman

দিনবদল ডেক্স: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শাহ হাদিউজ্জামানের ছেলে শাহ খালিদ মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জানুয়ারি মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৩ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফেরত পাঠালে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মারা যান তিনি।

তিনি যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে পাঁচ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ২০০৮ সাল থেকে যশোর জেলা পরিষদের প্রশাসক ও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *