ফুটপাতে বসে কলাইয়ের রুটি খেলেন সেতুমন্ত্রী

0

rajshahi_obaidul_qader_photo_18-02-17_39878_1487426016

দিনবদল ডেক্স: রাজশাহী নগরী অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ফুটপাতের কলাইয়ের রুটি খেয়ে মুগ্ধ হয়েছেন তিনি।

শুক্রবার দুইদিনের সফরে রাজশাহী আসেন সেতুমন্ত্রী।

বিভিন্ন কর্মসূচি ছাড়া নিজ উদ্যোগে ঘুরে ঘুরে দেখেছেন নগরী। উপভোগ করেছেন পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। খেয়েছেন ঐতিহ্যবাহী কলাইয়ের রুটি।

ওবায়দুল কাদের বলেন, রাজশাহী শহর দেখে আমি এর প্রেমে পড়ে গেছি। বারবার আসতে চাই এই শহরে।

এর আগে শুক্রবার সকাল থেকেই রাজশাহীতে সরকারি ও দলীয় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন সেতুমন্ত্রী।

রাতযাপন করেন সার্কিট হাউজে। এরপর ভোর ৬টার দিকে ঘুম থেকে জাগেন। পরে তিনি প্রাতঃভ্রমণে বের হন।

পদ্মাপাড়ে সকালের স্নিগ্ধ হাওয়ায় কিছু সময় কাটান। সেখানে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন।

এরপর পদ্মারধারে গাছে নিচে এক নারীকে কলাইয়ের রুটি তৈরি করতে দেখে সেখানে বসে পড়েন তিনি। মহিলার কাছে একটি রুটি কেনেন। এরপর পেঁয়াজ মাখানো ঝাল লবণ মাখিয়ে রুটি খান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেতারা ভোরে ঘুম থেকে উঠেন না। ঘুম থেকে উঠে সকালে হাঁটতে বেরোলেও অনেক সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়। কথা হয়। তাদের মনের কথা জানা যায়। পাশাপাশি অনেক কাজও করা যায়।

তিনি বলেন, ‘আমি পদ্মারধারে গিয়ে অভিভূত হয়েছি। টাইলস দিয়ে বাঁধানো পদ্মাপাড় আমাকে মুগ্ধ করেছে। রাজশাহীর রাস্তাঘাট ঝকঝকে। গাছগাছালিঘেরা এ শহর। আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *