ফিফার নতুন অফিস হচ্ছে মায়ামিতে

0

২৪ শ্রাবন ১৪৩০বঙ্গাব্দ,
০৮ আগস্ট ২০২৩ইং
দিন বদল ডেক্সঃ

ফিফা ২০২৬ বিশ্বকাপের আয়োজক উত্তর আমেরিকার তিন দেশ। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে অনেক প্রস্তুতি থাকে। আর সেজন্য সেখানে উপস্থিত থেকে সেগুলোর তদারকি করতে হয়। এ কারণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার শহর কোরাল গ্যাবলসে নতুন একটি অফিস খুলতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

কোরাল গ্যাবলস মায়ামি থেকে প্রায় সাত মাইল দূরে। সেখানেই ফিফা নিজেদের হাব করতে চলেছে। সেজন্য ৬০ হাজার বর্গফুট আয়তনের একটি অফিস করছে তারা।

ফিফা নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। মায়ামির অফিসে গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে রয়েছে একজন হিসাবরক্ষক, ব্যবস্থাপক ও একজন প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

ফিফার একজন মুখপাত্র বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ এর চলমান প্রস্তুতির অংশ হিসেবে মায়ামিতে একটি অফিস খুলছে। আমেরিকা বিশ্বের বৃহত্তম দেশগুলোর একটি। সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্রীড়া ইভেন্টের পরবর্তী আসর সেখানেই।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *