প্রেসক্লাবের সামনে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা

0

Teacher-nonmpo20170113163815

দিনবদল ডেক্স: এমপিওভুক্তির দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ৯৮ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। প্রাইমারি স্কুল, নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা এবং কলেজসহ প্রায় ৬হাজারের মতো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। যা এ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ। এসব প্রতিষ্ঠানে ২০ লাখের অধিক শিক্ষার্থীকে পাঠদানে নিয়োজিত রয়েছেন ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

তারা আরও বলেন, দীর্ঘ ১০-১৫ বছর ধরে বিনা বেতনে কর্মরত এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। ফলে মানসম্মত শিক্ষাদান কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে একে একে সব শিক্ষা প্রতিস্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় বক্তারা দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো মধ্যে আছে- সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে হবে এবং শিক্ষক-কর্মচারীদের যোগদানের তারিখ হতে চাকুরির বয়স গণনা করতে হবে।

অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী, সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষন রায়সহ সারা দেশ থেকে আগত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *