প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চায় সংসদীয় কমিটি

0

parlament20170322193537

দিনবদল ডেক্স: জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী অসহায়, গরীব, অসুস্থ ভূমিহীন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকারি খাস জমি বণ্টন করে দেয়া হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অসচ্ছল সব মুক্তিযোদ্ধারা এ সুবিধার আওতায় আসবেন।

বৈঠকে কমিটি মুক্তিযোদ্ধাদের মাঝে জমি বণ্টনের কাজ দ্রুত শেষ করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছে। তবে বণ্টনের ক্ষেত্রে স্থানীয় এমপিদের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করা হয়েছে।

কমিটি সূত্র জানা গেছে, বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন এবং দশম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন সময়ের মধ্যে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীর দেয়া ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিশ্রুতির উপর আলোচনা হয়।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০১৭) ভূমি মন্ত্রণালয়ের অধীন মোট ১১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার অগ্রগতি ৪৫ দশমিক ২৯ শতাংশ এবং জাতীয় গড় অগ্রগতির তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ বেশি।

কমিটি ভূমিহীনদের মাঝে সরকারি খাসজমি বণ্টনের জন্য সরকারি কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে তালিকা প্রস্তুতের পরামর্শ দিয়েছে। এছাড়া বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে যেসব সুপারিশ করেছে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মীর মোস্তাক আহম্মেদ রবি অংশ নেন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *