প্রতিবন্ধীদের জীবনমানের উন্নয়ন অপরিহার্য তারানা হালিম

0

1483615110

দিনবদল নিউজ: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতিবন্ধীদের জীবনমানের উন্নয়ন অপরিহার্য।’

তিনি বলেন, ‘তাদেরকে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার ডেইলি স্টার ভবনে উইমেন উইথ ডিজঅ্যাবেলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডাব্লিউডি ডি এফ) আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের প্রবেশগম্যতার অধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সরকারি ও বেসরকারি অফিস আদালতে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতার জন্য প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী চলাচলের ব্যবস্থা সহজ করার উদ্যোগ নিতে হবে এ কথা উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘প্রতিবন্ধীদের চলাচলে টয়লেট ও যানবাহনেও সার্বজনীন নিরাপদ প্রবেশগম্য, একীভূত ব্যবস্থ্যা গ্রহণে উদ্যোগী হতে হবে।’

ডাব্লিউডিডিএফের চেয়ারম্যান শিরিন আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মালেক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমান, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি)-এর সাবেক সভাপতি ড.আবু সাঈদ এম আহমেদ, এবং নগর ও পরিবেশবিদ ইকবাল হাবিব। -বাসস।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *