প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেবে সরকার : নৌপরিবহন মন্ত্রী

0

1484997441

দিনবদল নিউজ: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সরকার ডিজিটাল পদ্ধতিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটকে কেউ আর ভুয়া বলতে পারবে না।’

তিনি শনিবার মাদারীপুর নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে সহযোগিতা করছেন। যারা ট্রেনিং গ্রহণ করেছেন, যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা।’

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অনেকেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের তালিকা প্রায় ১ লাখের কাছাকাছি হয়েছে। এগুলো যাচাই-বাছাই করায় প্রশ্ন দাঁড়িয়েছে। যারা মুক্তিযোদ্ধা নন, তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া যাবে না। সেই লক্ষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হচ্ছে।’

জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের সংগঠক আশিকুর হোসেন অপু কাজী এ সময় উপস্থিত ছিলেন। -বাসস।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *