পুলিশ এসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া, সম্পাদক মনিরুল ইসলাম
দিনবদল ডেক্স: ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াকে সভাপতি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
সভায় বিগত সালের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।