পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
দিনবদল নিউজ: সরকার পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য অর্থায়নের এক উৎস। আমাদের লক্ষ্য বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো। কেবলমাত্র অর্থনৈতিক উন্নতি এ দারিদ্র্যমুক্তি ঘটাতে পারবে না। কাজেই পুঁজিবাজার যাতে আরও বিকশিত হতে পারে তার জন্য সব সময় আমরা সব সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভাষণ দেন।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি অনুষ্ঠানে নতুন ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএসইসি ভবনের নাম ফলক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটা স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুঁজিবাজার গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এতে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি বিকাশে পুঁজিবাজারের অবদান ধীরে ধীরে বাড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শিল্প অবকাঠামোসহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম উৎস হিসেবে পুঁজিবাজারের সুদৃঢ় অবস্থান আমাদের একান্ত কাম্য।’
পরে প্রধানমন্ত্রী বিএসইসি’র নতুন ভবন ঘুরে দেখেন।