পাকিস্থানের টি-টোয়েন্টি দলে পরোটা বিক্রেতা
দিনবদল ডেক্স: চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তা হলে পরোটা বিক্রেতাও দেশের ক্রিকেট দলে সুযোগ পেতে পারেন। সেটাই করে দেখালেন পাকিস্তানের করাচির যুবক হানান খান।
মালয়েশিয়ার বিরুদ্ধে পাকিস্তানের টি-২০ দলে ডাক পেয়েছেন পস্তুন যুবক হানান। আগামী ১৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের অনুশীলনে ডাকা হয়েছে তাকে।
করাচির রাস্তায় এক হোটেলে পরোটা তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দেন হানান। এটাই তার পেশা। এই হানানই আবার মারকুটে ওপেনার। তাকেই এবার টি-২০ ওপেনিংয়ে পাঠাচ্ছে পিসিবি।
এর আগে কখনো কোনো বড় ম্যাচ খেলেননি হানান। কিন্তু তার পরেও তাকে মাঠে নামতে চায় পাক ক্রিকেট বোর্ড।
পাক সংবাদ দৈনিক দ্যা ডনকে হানান জানিয়েছেন, খুব ভালো লাগছে এরকম একটা সুযোগ পেয়ে। একদিন ম্যাচ খেলার সময়ে আমার কাছে একটা ফোন আসে। সেই ফোন ধরতে পারিনি। পরে সেই নম্বরে ফোন করতে আমাকে জাতীয় দলে যোগ দিতে বলা হয়। ওই কথা বিশ্বাস করতে পারিনি। পরে আবার ফোন করেছিলাম। তার পরেই নিশ্চিত হই।
হাননের বাড়ি মূলত বালুচিস্তানের চামানে। সংবাদ মাধ্যমে হানান জানিয়েছেন, এমন একটা জায়গায় আমি বড় হয়েছি যেখানে ক্রিকেটের খুব একটা চল নেই। তার পরও পাক ক্রিকেট নির্বাচকরা আমার ওপরে নজর রেখেছিলেন ভেবে অবাক হচ্ছি।