পাকিস্তানে ভারতীয় সিনেমার বাধা কাটল

0

sss_266905

অনলাইন ডেক্স: উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতের ছবিতে পাক শিল্পীদের কাজ করা নিয়ে ফতোয়া জারি করেছিল বলিউড ইন্ডাস্ট্রির একাংশ এবং কিছু রাজনৈতিক দল। পাকিস্তানেও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভারতীয় ছবি দেখানো।

প্রদর্শক-হলমালিকরাই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। ডিসেম্বর মাসে হিন্দি ছবি ফ্রিকি আলি দেখিয়ে আবার দরজা খোলেন তারা। এবার পাকিস্তান সরকারের পক্ষেই জানিয়ে দেওয়া হল, ভারতীয় ছবি দেখানোয় কোনও বাধা নেই।

ঘটনা হল, গত অক্টোবর মাসের পর শুধু ছবিই নয়, পাকিস্তানে ভারতীয় চ্যানেলগুলির সম্প্রচারও বন্ধ রাখা হয়েছিল। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি এই সিদ্ধান্ত নেয়।

কিন্তু ভারতীয় ছবি এবং টিভি বন্ধ করে কী লাভ বা ক্ষতি হচ্ছে, তা খতিয়ে দেখতে একটি কমিটি গড়েন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেই কমিটি দরজা খোলার পক্ষেই মত দিয়েছে।

রোববার পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব তাই বিবৃতি দিয়ে বলেছেন, ভারতীয় ছবি পাকিস্তানে দেখানোর নীতি বদলাবে না সরকার। সূত্র: আনন্দবাজার পত্রিকা –

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *