পহেলা বৈশাখে ইলিশ পরিহার করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
দিনবদল ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখে ইলিশ খাওয়া পরিহার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ভারত সফরের অভিজ্ঞতা বর্ণনা উপলক্ষে গণভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর সাংবাদিকরা যখন আসন ছেড়ে উঠতে শুরু করেন, তখন প্রধানমন্ত্রী অকস্মাৎ বলেন, কথা আছে, কথা আছে। এ সময় তিনি দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না। এ সময় প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের একটি খাদ্য তালিকাও দিয়ে দেন। এই তালিকায় রয়েছে, খিঁচুড়ি, সবজি, মরিচ ভাজা, ডিম ভাজা ও বেগুন ভাজা।