পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ : কাদের

0

Kader20170416172217

দিনবদল ডেক্স: সিটিং সার্ভিস বন্ধ করার কারণে বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাসগুলো ওভার লোডিংয়ের (অতিরিক্ত যাত্রী) বিশৃঙ্খলা দূর করে জনগণকে পরিবহনের সুফল ভোগের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

রোববার রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পয়সা দিয়ে গাড়িতে উঠে বসতে পারেন না, দাঁড়িয়ে থাকেন। খুবই ওভার লোডিং হয়। এ ওভার লোডিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ওভার লোডিং না হলে এবং শৃঙ্খলা ফিরে এলে জনগণ অবশ্যই সুফল পাবে।’

সাতরাস্তা মোড়ে সকাল ৮টা থেকে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে গাড়িতে বাম্পার অপসারণ অভিযান শুরু হয়। ওবায়দুল কাদের অভিযান স্থলে আসার আগ থেকে অভিযান চলাকালীন পাঁচটি মাঝারি ট্রাকের গাড়ি চালককে অনিয়মের দায়ে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় এবং গাড়ির সামনের বাম্পার কেটে দেয়া হয়।

এছাড়া বিআরটিএ রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে অভিযান শুরু করে। মন্ত্রীর কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে আজ থেকে অভিযান চলবে।”

ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যেককে আইনের আওতায়, নীতিমালায়, শৃঙ্খলায় আসতে হবে। এর কোনো বিকল্প নেই। পরিবহনের শৃঙ্খলা যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *