পদ্মা সেতুর নির্মাণ কাজের শতকরা ৪০ ভাগ এখন পর্যন্ত সম্পন্ন : কাদের

0

6fa15f959ca9a81dda6e6f39cc6df189-585f85585d051

দিনবদল নিউজ: পদ্মা সেতুর নির্মাণ কাজের শতকরা ৪০ ভাগ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে জানিয়েছেন তিনি।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের জাজিরা অ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের উদ্ধোধন শেষে সেতুমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এজন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শতভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ এবং ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের সাংসদ এবিএম মোজাম্মেল হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিনসহ অন্য কর্মকর্তারা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *