নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১, আহত-৪

0

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 50

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 50
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 50

দিনবদল ডেক্স: নেত্রকোনায় আটপাড়া সড়কের দুগিয়া নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের ওয়াহেদ আলী (৫৫) ও মুসলেম উদ্দিন (৪০)।

গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হচ্ছেন- একই গ্রামের আল-আমিন (৩০), উজ্জল (৩৫), হবি মিয়া (৩৮) এবং পল্টন (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টায় আটপাড়া থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া বাজারে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত মুসলেম উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *