নিজের স্বামীর মৃত্যুর খবর পড়লেন সংবাদ পাঠিকা
দিনবদল ডেক্স: ভারতের ছত্তিসগড়ের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকাকে ‘ব্রেকিং নিউজে’ সড়ক দুর্ঘটনায় নিজের স্বামীর মৃত্যুর খবরই পড়তে হয়েছে।
আইবিসি-টোয়েন্টি চ্যানেলের সংবাদ পাঠিকা সুপ্রীত কর নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কঠিন এ কাজটি করেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে খবর পড়ছিলেন সুপ্রীত। ওই সময় একজন রিপোর্টার মহাসামুন্দ জেলার পিথারা এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর জানান।
দুর্ঘটনায় পড়া রেনোয়া ডাস্টার গাড়িটির পাঁচ যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। যদিও ওই সময় রিপোর্টার হতাহতদের পরিচয় জানাতে পারেননি।
কিন্তু সুপ্রীতের জন্য এটুকুই যথেষ্ট ছিল।
কারণ সুপ্রীতের স্বামীরও ওই সময় একই কোম্পানির গাড়িতে করে চার সহযাত্রী নিয়ে ওই পথে যাওয়ার কথা।
সংবাদ পাঠ শেষ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।