নার্সিং মহাপরিচালকের সঙ্গে স্বানাপ নেতাদের সাক্ষাৎ

0

sanap20170316235150

দিনবদল ডেক্স: নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে নবনিযুক্ত মহাপরিচালক বেগম তন্দ্রা শিকদারের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)।

পরিষদের আহবায়ক রাশিদা বেগম ও সদস্যসচিব মো. ইকবাল হোসেন সবুজের নেতৃত্বে স্বানাপ নেতারা মহাপরিচালকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

তন্দ্রা শিকদার মহাপরিচালক পদে গত ৮ ফেব্রুয়ারি নিয়োগ পেলেও গত সোমবার (১৩ মার্চ) যোগদান করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *