দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

0

dse
দিনবদল নিউজ: বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে।

আগের দিন ডিএসইএক্স বেড়ে প্রায় আড়াই বছর পর ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।

বুধবার ডিএসইতে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২২ দশমিক ৪৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২১ দশমিক ১৭ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১১টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *