দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
দিনবদল ডেক্স: গত ২৬ জানুয়ারি উদযাপিত আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জানুয়ারি উদযাপিত আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেন।