দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষাবঞ্চিত রোধে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী

0

kamal20170112184855

দিনবদল ডেক্স:দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষাবঞ্চিত রোধে শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজস্ব তহবিল থেকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ২৫ লাখ টাকার এ শিক্ষাবৃত্তি দেবেন তিনি।

বৃহস্পতিবার কুমিল্লা জেলার নাঙ্গলকোটে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিটি মানুষকে সুযোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। জীবনে বড় হওয়ার জন্য বিদ্যান হওয়ার যেমন প্রয়োজন তেমনি দেশকে আত্মনির্ভরশীল করতে শতভাগ শিক্ষা অর্জনও অপরিহার্য। বর্তমান সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান সফলভাবে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।

ছাত্রলীগ সম্পর্কে তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমাদের স্বাধীকার থেকে স্বাধীনতা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা রয়েছে। গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক ছাত্রলীগ বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান সংগ্রাম এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন কালু ,নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক মো. রফিক, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *