তেজগাঁওয়ে তিন পলিথিন কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
দিনবদল ডেক্স: রাজধানীর তেজগাঁওয়ে তিনটি পলিথিন তৈরির কারখানা ও একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, তেজগাঁও কুনিপাড়াতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে নিষিদ্ধ পলিথিন তৈরির করায় ‘এড্রওয়েড পেকেজিং ইন্ডস্ট্রিজ লি.’ ‘নিউ বন্ড পলি ইন্ডস্ট্রিজ লি.’ ও ‘পলি এন্ডার ওয়ার বাংলাদেশ লি.’ -কে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদনহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রয় করায় ‘আউয়াল ভ্যারাইটিজ স্টোর’ এর ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলেও জানানো হয়েছে।