তাঁতী লীগের সভাপতি শওকত, সম্পাদক খগেন্দ্র
দিনবদল ডেক্স: আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মো. শওকত আলী সভাপতি এবং খগেন্দ্র চন্দ্র দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তাঁতী লীগের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আলাপ-আলোচনা শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এদিন রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটশন মিলনায়তনে তাঁতী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।