ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন আজ

0

Dhaka-versity20170304082616

দিনবদল ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন হতে যাচ্ছে আজ শনিবার। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে তিনটি ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের এ সমাপনী অনুষ্ঠান।

এদিকে সমাবর্তনকে ঘিরে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং উপাচার্য অধ্যাপক অমিত চাকমা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনে ৯৪টি স্বর্ণপদকের জন্য ৮০ জন পদকপ্রাপ্ত, ৬১ জন পিএইচ.ডি, ৪৩ জন এম.ফিল এবং ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েট অংশ নেবেন।

এদিকে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ দিনটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তারা একাডেমিক সার্টিফিকেট ও পদক গ্রহণ করে থাকেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *