ঢাকা দক্ষিণের মেয়র আঞ্চলিক কার্যালয়ে অফিস করলেন

0

khokon2015031919462120170108164700

দিনবদল নিউজ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়গুলোর কাজের মান ও গতি বাড়াতে নগর ভবনের নিজস্ব কার্যালয় ছেড়ে প্রতি সপ্তাহে এক একটি আঞ্চলিক কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এমন সিদ্ধান্ত নেয়ার পর রোববার তিনি অফিস করেছেন ডিএসসিসির খিলগাঁও অঞ্চল-২ কার্যালয়ে। দুপুর ১২টার দিকে তিনি সেখানে অবস্থান করেন। এ সময় তিনি নগরবাসীর বিভিন্ন অভিযোগ শোনেন। আঞ্চলিক কার্যালয়টির সার্বিক কাজের পর্যবেক্ষণ করেন।

তবে এ সময় নগর ভবনের শীর্ষ কর্মকর্তারা নগর ভবন ছেড়ে তার সঙ্গে অঞ্চল-২ কার্যালয়ে যান। ফলে পুরো নগর ভবন অনেকটা ফাঁকা দেখা গেছে। এতে সেবা প্রার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

দীর্ঘদিন ধরে নগরবাসীর সেবাদানে কর্মকর্তাদের অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। মেয়র নিজেই বিষয়টি নিয়ে অনেক সময় অস্বস্তিতে পড়েছিলেন। আবার অনেক সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বরখাস্ত করেও কাজের মান ও গতি বাড়াতে পারছেন না। প্রতি সপ্তাহে এক একটি কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নেন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *