ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ ২৩ জুলাই
২৯ আষাঢ় ১৪৩০বঙ্গাব্দ,
১৩ জুলাই ২০২৩ইং
মহানগর প্রতিনিধিঃ
দিনব্যাপী নানা নাটকীয়তার পর শ্রম আদালতে ড. ইউনূসের সাক্ষ্যগ্রহণ ২৩ জুলাই নির্ধারণ করেছেন ঢাকার শ্রম আদালত।
১৩ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকার শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল । তবে হাইকোর্টে এই মামলার তদন্ত প্রতিবেদন বাতিল সংক্রান্ত একটি আবেদন বিচারাধীন থাকায় ড.ইউনুসের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে বিকেল ৩টায় করা হয়। সেই সঙ্গে হাইকোর্টে কি আদেশ হয়েছে তা জানানোর নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে বিকেল ৫ টায় মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৩ জুলাই নির্ধারণ করেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।
এর আগে, কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বিচারিক আদালতে মামলাটি দায়ের করেছিলেন। মামলাটি আমলে নিয়ে ওই বছরের ১২ অক্টোবর আদালত ড. ইউনূস, আশরাফুল, নূর জাহান ও শাহজাহানকে হাজিরের নির্দেশ দেন।
মামলার নথিতে অভিযোগ করা হয়, ২০২১ সালের ১৬ আগস্ট কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শনে গিয়ে শ্রম আইনের লঙ্ঘন দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করা হয়।