ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন নিষেধাজ্ঞায় ‘প্রচণ্ডভাবে প্রভাবিত’ প্রিয়াঙ্কা

0

1486211074

অনলাইন ডেক্স: ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন নিষেধাজ্ঞায় ‘প্রচণ্ডভাবে প্রভাবিত’ হয়েছেন বলে জানিয়েছেন। ইউনিসেফ’র বিশ্বব্যাপী শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা এই অভিনেত্রী আরো বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত অনেকটা রাজনৈতিকভাবে ‘ডাইনি বুড়ি’ হত্যার মত।

বৃহস্পতিবার প্রফেশনাল একটি ব্লগ পোস্টে তিনি লেখেন, ইউনিসেফ যেসব দেশ নিয়ে কাজ করছে, সেই দেশগুলো এই সাতটি নিষিদ্ধ দেশের মধ্যে পড়ছে। সেখানে শিশুরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। আমি এ বিষয়ে আর কি বলব যা অনেকেই বলেছে? কিন্তু হ্যাঁ, আমার এই কথা নিশ্চয়ই তাদের কথার সঙ্গে যুক্ত হয়ে কিছু করার ক্ষেত্রে সাহায্য করবে।

তিনি বলেন, আমাদের অবশ্যই পরিবর্তন আনতে হবে। আমার সঙ্গে যোগদিন, যেন আমাদের কণ্ঠ আরো জোরাল হয়। ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করায় আমাদের শিশুরা যেন কষ্ট না পায়। আর রাজনৈতিক ভাবে ‘ডাইনি বুড়ি শিকারের’ কারণে তারা যেন ভুক্ত-ভুগি না হয়।

জনপ্রিয় টিভি শো কোয়ানটিকোর দ্বিতীয় সিজনের শুট করতে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। টাইমস অব ইন্ডিয়া।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *