ডিএসইর সাত স্বতন্ত্র পরিচালক

0

DSE20170213012806

দিনবদল ডেক্স: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মো. মাসুদুর রহমানসহ স্বতন্ত্র পরিচালক পদে সাতজনকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার বিএসইসিরি ৫৯৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির অনুমোদন পাওয়া ডিএসইর বাকি স্বতন্ত্র পরিচালকরা হলেন- বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ড. আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, এম কায়কোবাদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মো. আশরাফ খান (এনডিসি, পিএসসি)।

এদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মো. আশরাফ খান (এনডিসি, পিএসসি) এবং মাসুদুর রহমান নতুন করে ডিএসইর স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হলেন। বাকি ৫ জন ডিএসইর বর্তমান পরিচালনা পর্ষদেও রয়েছেন।

এর আগে সাত স্বতন্ত্র পরিচলক চূড়ান্ত করতে গত জানুয়ারিতে পুরাতন পরিচালকদের পাশাপাশি নতুন আটটি নাম পাঠায় ডিএসই। তবে ডিএসইর ওই তালিকায় মাসুদুর রহমানের নাম না থাকায় তা অনুমোদন না করে নতুন করে ডিএসই কর্তৃপক্ষকে নাম পাঠাতে নির্দেশ দেয় বিএসইসি।

এরপর বিএসইসির পছন্দ অনুযায়ী চলতি মাসের প্রথম দিকে মাসুদের রহমানের নামসহ নতুন নামের তালিকায় পাঠায় ডিএসই। মাসদুদের রহমান বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের বন্ধু হিসেবে পরিচিত।

প্রথম ধাপে পাঠানো ডিএসইর আটটি নামের তালিকায় ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মো. আশরাফ খান (এনডিসি, পিএসসি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহিদ খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, আইটি বিশেষজ্ঞ ড. ইএম পান্নাহ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা, মোহাম্মদ তাজদিকুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউটেন্ট ড. জামাল উদ্দিন আহমেদ এবং মো. আনিসুর রহমান।

এদিকে ডিএসইর সাত স্বতন্ত্র পরিচালকের পাশাপাশি বিএসইসির কমিশন সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাত স্বতন্ত্র পরিচালক চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তারা হলেন- ড. এ কে আব্দুল মোমেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী (এনডব্লিউসি, পিএসসি), প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ (এফসিএমএ), ড. মোহাম্মদ আয়ুব ইসলাম, ড. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর এসএম সালামত উল্লাহ ভূইয়া ও প্রদীপ পাল (এফসিএমএ, এফসিএ)।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *