ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শন করলেন জয়
দিনবদল ডেক্স: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার দুপুরে দ্বিতীয়বারের মতো তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শন করেন। এর আগে গত জুলাইয়ে এ বিভাগে গিয়েছিলেন জয়।
পরিদর্শনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন এবং বিভিন্ন নির্দেশনা দেন। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেন তিনি।
এসময় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।