টেকসই উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

0

মঙ্গলবার,
৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ,
২৩ জানুয়ারি ২০২৪ ইং,

স্টাফ রিপোর্ট:

বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্রান্সসহ উন্নয়ন অংশীদারদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে ফ্রান্সসহ উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন, কারণ আমাদের দীর্ঘপথ পাড়ি দিতে হবে।

বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই মঙ্গলবার গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশ দারিদ্র্য, বন্যা ও খরার দেশ হিসেবে পরিচিত ছিল। যা এখন উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, তৃণমূলে উন্নয়নের মাধ্যমে আজকের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন। দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত এবং যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অবশ্যই তাদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হবে।

এসময় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর প্রতি তাদের চাপ আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি ফরাসি গ্যাস কোম্পানিকে বাংলাদেশের গ্যাস খাতে এবং গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের জন্য অনুরোধ জানান।

এসময় ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *