টেকনাফে ৫ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি

0

75f97ee064cb0c2eda31aa71a0b9b05e-576fcd48d365c

দিনবদল ডেক্স: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি। এসময় দুইটি নৌকাও জব্দ করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নাফনদীর নাইক্ষ্যংদিয়া চ্যানেলের কাছাকাছি এলাকা থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার এবং একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড। কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) ডিকসন চৌধুরী জানান, কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে টহল দল মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে দাঁড়ানোর সংকেত দিলে তারা পালিয়ে যেতে শুরু করে। নৌকাটি নাফনদীর নাইক্ষ্যংদিয়া চ্যানেলের কাছাকাছি গেলে এর আরোহীরা পালিয়ে যায়। ওখানে তল্লাশি চালিয়ে ৫ লাখ ইয়াবা পাওয়া গেছে।

অপরদিকে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার নাফনদীর সংযোগস্থল হেচ্ছাখাল থেকে ৪৪ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। টেকনাফে বিজিবির ২ নং ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে আসা নৌকার লোকজন বিজিবি সদস্যদের দেখে পালিয়ে গেলেও নৌকায় ৪৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *