টিভি উপস্থাপিকাকে চড় মারতে চেয়েছিলেন কঙ্গনা!

0

kangana-sugandha_271368

অনলাইন ডেস্ক: বলিউডে বর্তমানে বিতর্কের অপর নাম যেন কঙ্গনা রানাউত।

জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশানের সঙ্গে সম্পর্ক ঘিরে তুমুল আলোচনা-সমালোচনার মাঝে যৌনতা নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর ‘রেঙ্গুন’ ছবিতে শহিদ কাপুরের সঙ্গে চুমু বিতর্ক— বিতর্ক যেন তার পিছু ছাড়তেই চায় না।

এসব পেরিয়ে নতুন করে আবারও বিতর্কে বলিউডের ‘ক্যুইন’। এবার এক রিয়েলিটি শো-এর উপস্থাপিকাকে চড় মারার ইচ্ছার কথা জানিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন অভিনেত্রী।

আইএএনএসের এক প্রতিবেদনে বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস বলছে, বর্তমানে ‘রেঙ্গুন’ ছবির প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। বলিউড সংশ্লিষ্টদের মতে, প্রচারের ইভেন্টগুলোতে শহিদ কাপুর বা সাইফ আলি খানের চেয়ে কঙ্গনাই প্রচারের আলো বেশি পাচ্ছেন। আর এর মধ্যেই জড়ালেন নতুন বিতর্কে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘রেঙ্গুন’-এর প্রচারে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ভয়েস অফ ইন্ডিয়া’তে অংশ নেন শহিদ কাপুর ও কঙ্গনা রানাউত। ওই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন গায়িকা ও কৌতূক অভিনেত্রী সুগন্ধা মিশ্র, যিনি বিভিন্ন কমেডি শোতে কঙ্গনাকে নকল করেন। সেই ধারাবাহিকতায় ‘ভয়েস অব ইন্ডিয়া’র দুই বিচারক সেলিম মার্চেন্ট ও শানের অনুরোধে এই অনুষ্ঠানেও কঙ্গনাকে নকল করে দেখান সুগন্ধা। আর তাতেই বিপত্তি।

সুগন্ধার তাকে নকল করার বিষয়টি ভালোভাবে নেননি কঙ্গনা। সবার সামনেই তিনি বলে বসেন— সুগন্ধাকে তার চড় মারতে ইচ্ছে করছে।

তবে পেশাদার অভিনেত্রীর মতোই বিষয়টিতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি সুগন্ধা। বিতর্ক পাশে রেখে অনুষ্ঠান এগিয়ে নেন তিনি। ফলে শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শেষ হয় রিয়েলিটি শো-টি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *