টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ

0

ফাইল ফটো

সোমবার, ০৯ আগস্ট ২০২১ ইং,
২৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ।

ডেস্ক রিপোর্ট:

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যারা টিকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা জনস্বার্থবিরোধী কাজ করছেন এবং সেটি দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, সরকার যখন টিকা সংগ্রহের কার্যক্রম শুরু করে তখন বিএনপিসহ তাদের মিত্ররা ও দেশের একটি চিহ্নিত মহল এটির বিরুদ্ধে অপপ্রচারে নামে। ডেল্টা ধরন শনাক্ত হওয়ার পর ভারতের পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় আমরা প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো টিকা পাইনি।

অন্যদিকে বিএনপি এগুলোর সমালোচনা করার পর নিজেরা টিকা নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যারা এই টিকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা জনস্বার্থবিরোধী কাজ করছেন এবং সেটি দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তথ্যমন্ত্রী বলেন, ভারতের অ্যাস্ট্রাজেনেকার টিকা যখন সময়মতো এলো না তখন বিএনপি ধারণা করেছিল সরকার টিকা সঠিকভাবে সংগ্রহ করতে পারবে না। যখন সরকার কোটি কোটি টিকা সংগ্রহ করার উদ্যােগ নিয়েছে এবং লাখ লাখ টিকা এরইমধ্যে চলে এসেছে পাশাপাশি গণটিকা শুরু করেছে তখন তারা হিতাহিতজ্ঞান হারিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি ও তার মিত্ররা যে সমালোচনা করছে এটি জনস্বার্থবিরোধী, কারণ জনগণকে টিকা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা গ্রহণ করা ও টিকা দেয়ার মাধ্যমেই এই ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ। টিকার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে জনস্বার্থবিরোধী কাজ। যদি কেউ এ ধরনের অপপ্রচার চালায় সেটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *